ফেনীর ১০০ শ্রমজীবী পরিবারের মাঝে ফুডপ্যাকেট বিতরণ

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ১৪: ২৮
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৬: ৪৩

ফেনীর সোনাগাজী উপজেলার চরাঞ্চলে কর্মহীন ১০০ শ্রমজীবী পরিবারের মাঝে ফুড প্যাকেট উপহার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থী ডা. মো. ফখরুদ্দিন মানিক।

বিজ্ঞাপন

সোমবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মহীন শ্রমজীবীর মাঝে ফুডপ্যাকেট বিতরণ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মানিক বলেন, ‘শ্রমজীবী মানুষের মার্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, 'শ্রমিকরা আমাদের অর্থনীতিকে সচল রাখেন। দেশের উন্নয়নের চাকা শ্রমিকদের ঘামে আবর্তিত হয়। আমরা সেই শ্রমিকদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। আমরা আগামীতে দাগনভূঁঞা-সোনাগাজীতে সকল শ্রমিকের ঝুঁকিমুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ'।

সোনাগাজী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সৈয়দ মাঈনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির জেলা উপদেষ্টা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম, উপজেলা কমিটির প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মো. মোস্তফা, পৌরসভার প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কালিম উল্লাহসহ অনেকে।

এ সময় সোনাগাজীর চরদরবেশ অঞ্চলের কর্মহীন ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত