
নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৬
কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন গুরুতর আহত হয়েছেন।

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদীর খনন কাজের অংশ হিসেবে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের ফলে বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছ সাতবাড়িয়া গ্রামের স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে প্রশাসনের দ্বারস্থ হলেও কোন রকম আশার বাণী পাচ্ছেন না ভুক্তভোগীরা। এ নিয়ে উপজেলা, জেলা ও সেনাবাহিনীর কাছে গিয়েও কোন প্রতিকার পাচ্ছ

নাঙ্গলকোট থানার ওসি ফজলুল হক বলেন, ঢালুয়া থেকে নাশকতার পরিকল্পনা করা হয়। অর্থ আসে নাফিসা কামালের কাছ থেকে । নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বড় নেতারা এলাকায় না থাকলেও গোপনে তারা টাকার বিনিময়ে কাজগুলো তরুণ-যুবকদের দিয়ে করান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে হুমকির মুখে পড়েছি।

উপজেলা পরিষদের ভবনে শেখ হাসিনার নাম -এই বিষয়ে জানতে চাইলে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার বলেন, এই ফলকগুলো আমি খেয়াল করিনি। প্রথমে এগুলো ভাঙচুর হলেও এখন এগুলো নিয়ে মানুষের আগ্রহ নেই।






