আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাদি হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, টঙ্গী

হাদি হত্যার প্রতিবাদে টঙ্গীতে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এতে মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলরত যানবাহনের যাত্রীসাধারণ।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ কর্মসুচী পালন করা হয়। দুপুর সাড়ে ৩টায় এরিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক মহসিন উদ্দিন, জাতীয় যুবশক্তির গাজীপুর মহানগর শাখার সদস্য সচিব তানজিল মাহমুদ, মূখ্য সংগঠক আকাশ ঘোষ, যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম আকাশ, টঙ্গী পশ্চিম থানা যুবশক্তির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: ইসহাক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাওন, মোজাম্মেল, কামরুজ্জামান মারুফসহ বিভিন্ন স্তরের তৌহিদী জনতা। এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে পুরো এলাকা।

এসময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন