যানজট নিরসন, ফুটপাত দখলমুক্তকরনসহ ১০টি সমস্যার দ্রুত সমাধানের দাবীতে ২ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন গাজীপুরের জয়দেবপুর বাজার ব্যবসায়ীরা। বৃহস্পতিবার গাজীপুর শহরের প্রাণকেন্দ্র মুক্তমঞ্চে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে, এসব সমস্যার দ্রুত সমাধান দাবী করেন তারা।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে আয়োজিত এ অবস্থান কর্মসূচি পালিত হয়। তারা এসব সমস্যা সমাধানের জন্য গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, জেলা পরিষদ, সদর থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক হযরত আলী রতন, ব্যবসায়ী হারুন অর রশিদ, ডাঃ এফ রহমান, ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার শহীদুল ইসলাম, সদর থানার ওসি আমিনুল ইসলাম প্রমুখ।
বাজারের ব্যবসায়ীরা জানান, জয়দেবপুর বাজার একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন বাজার। এখানে হাজার হাজার ব্যবসায়ীরা সরকারি দপ্তরগুলোর সকল নিয়মকানুন মেনে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে আসছে। কিন্ত রাস্তাঘাটের অনিয়ম, ফুটপাত দখল, চুরি ছিনতাই ও কর্তৃপক্ষের অবহেলার কারণে ব্যবসায়ীদের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। এসব সমস্যা দ্রুত সমাধান না করলে ব্যবসায়ীদের পথে বসতে হবে।
বৃহত্তর জয়দেবপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা জানান, প্রাচীন ও ঐতিহ্যবাহী জয়দেবপুর বাজারের প্রধান সমস্যা হচ্ছে যানজট ও ফুটপাত দখল। এ ছাড়া ড্রেনেজ সমস্যার কারনে সামান্য বৃষ্টিতেই বাজার তলিয়ে যায়। তিনি বলেন, আমরা বাজার কমিটির পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত করতে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ দোকানপাট বসানো হয়, তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছি। বাজারের শৃংখলা রক্ষায় ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আমাদের পক্ষ থেকে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিষয়গুলি নিয়ে কথা বলেছি। আশা করি , সবার সমন্বয়ে সমস্যাগুলি দ্রুত সমাধান করতে পারব।
কমিটির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন খান জানান, আমরা প্রধান ১০টি সমস্যা চিহ্নিত করে গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসনিক কর্মকর্তার কাছে তুলে ধরেছি।
এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকেও অবহিত করেছি। আমাদের প্রধান সমস্যা ও তা সমাধানের জন্য যেসব দাবী তা হচ্ছে, জরুরী ভিত্তিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাজারের প্রবেশ ও বাহির পথের যানজট মুক্তকরনের ব্যবস্থা, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বৈদ্যুতিক লাইট ও সিসি ক্যামেরার ব্যবস্থা, অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষা পেতে বাজারের মধ্যে ও আশেপাশে থাকা পুকুর ও জলাশয়গুলো ব্যবহার উপযোগি করা, দ্রুত আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা করা, সুপেয় বিশুদ্ধ পানির ব্যবস্থা, ভেঙে ফেলা অপ্রয়োজনীয় ভাস্কর্য সরিয়ে মুক্তমঞ্চ জায়গাটিতে গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা করা, ভাসমান ও অস্থায়ী ব্যবসায়ীদের পূনর্বাসন করা, দরিদ্র অসহায় দোকান কর্মচারীদের জন্য আর্থিক তহবিল গঠন প্রভৃতি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, জয়দেবপুর বাজার গাজীপুর নগরীর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। এই বাজারকে নিরাপদ, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে ব্যবসায়ীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী। তিনি বলেন, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, আলোকসজ্জা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অগ্নিনিরাপত্তা-এই বিষয়গুলো সিটি কর্পোরেশনের অগ্রাধিকার তালিকায় রয়েছে এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বাজার এলাকায় যানজট নিরসন, ফুটপাত ব্যবস্থাপনা ও পার্কিং সুবিধা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপনের ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি। প্রধান নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন, ব্যবসায়ীদের জীবন-জীবিকা সুরক্ষা ও বাজারের টেকসই উন্নয়নে সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

