ভাঙ্গায় আন্দোলনে এসে হিটস্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০৮

ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ভাঙ্গার সাথে সংযুক্তকরণের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে এসে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মো. হাবিবুর রহমান হবি শেখ নামে একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

তিনি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের এয়ার ভুঁইয়া মার্কেটের (ব্র্যাক ব্যাংকের নিচতলায়) পাইকারি মুদি ব্যবসায়ী।

আন্দোলন সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে গত বৃহস্পতিবার উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটি পার্শ্ববর্তী উপজেলা নগরকান্দা ও সালথার সাথে সংযুক্ত করার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে ওই ব্যবসায়ী হাসপাতাল মোড়ে আন্দোলনকারীদের সাথে অবস্থান করার কিছু সময় পর অসুস্থবোধ করেন। এ সময় তিনি সহযোদ্ধাদের জানিয়ে ভ্যানযোগে দোকানে ফিরে আসেন। নিজের দোকানে আসার পর তার শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর আন্দোলনকারীদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় জনগণের উদ্ধৃতি দিয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সকালে ওই ব্যবসায়ী দোকানে এসেছিলেন। সেখান থেকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত