এক বাগাইড়ে ছিদ্দিক হালদারের ভাগ্য বদল

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৭: ৩৩
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৭: ৩৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে শনিবার (২৮ জুন) বিকেলে ধরা পড়ে ৫০ কেজির একটি বাগাইড় মাছ। জেলে ছিদ্দিক হালদার ও তার সঙ্গীরা দৌলতদিয়া প্রান্তে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ জালে প্রচণ্ড ধাক্কা অনুভব করেন তারা।

বিজ্ঞাপন

পরে জাল তুলতেই সবার চোখ কপালে, বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ! মাছটি দৌলতদিয়া বাজারে এনে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে প্রতি কেজি ১,৫৫০ টাকা দরে মাছটি ৭৭,৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় বাগাইড়ের কদর সবসময়ই বেশি। এসব মাছ ঢাকার অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও প্রবাসী ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। আমি মাছটি কেজি প্রতি ১০০ টাকা লাভে বিক্রির পরিকল্পনা করছি এবং ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

জেলে ছিদ্দিক হালদার বলেন, অনেক বছর ধরে পদ্মায় মাছ ধরছি, কিন্তু এত বড় বাগাইড় জীবনে এই প্রথম ধরলাম। জাল টানতেই বুঝেছিলাম কিছু বড় মাছ পড়েছে, কিন্তু তোলার পর যখন দেখি বিশাল একটা বাগাইড় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় পরিবার-পরিজনের মুখে হাসি ফুটেছে। এই একটা মাছেই অনেক দিনের কষ্ট সার্থক মনে হচ্ছে।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ, গুণগত মান এবং বিশুদ্ধতা বরাবরই আলাদা। এত বড় বাগাইড় এখন খুবই দুর্লভ। এমন মাছ শুধু বাজারে চমকই আনে না, একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের আরও সচেতন করে তোলে।

স্থানীয়রা জানান, বিরল এই মাছ দেখতে ভিড় জমে দৌলতদিয়া মাছ বাজারে। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিশাল এই বাগাইড় যেন গোয়ালন্দবাসীর মাঝে এক অনন্য আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত