উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে শনিবার (২৮ জুন) বিকেলে ধরা পড়ে ৫০ কেজির একটি বাগাইড় মাছ। জেলে ছিদ্দিক হালদার ও তার সঙ্গীরা দৌলতদিয়া প্রান্তে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ জালে প্রচণ্ড ধাক্কা অনুভব করেন তারা।
পরে জাল তুলতেই সবার চোখ কপালে, বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ! মাছটি দৌলতদিয়া বাজারে এনে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে প্রতি কেজি ১,৫৫০ টাকা দরে মাছটি ৭৭,৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় বাগাইড়ের কদর সবসময়ই বেশি। এসব মাছ ঢাকার অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও প্রবাসী ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। আমি মাছটি কেজি প্রতি ১০০ টাকা লাভে বিক্রির পরিকল্পনা করছি এবং ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
জেলে ছিদ্দিক হালদার বলেন, অনেক বছর ধরে পদ্মায় মাছ ধরছি, কিন্তু এত বড় বাগাইড় জীবনে এই প্রথম ধরলাম। জাল টানতেই বুঝেছিলাম কিছু বড় মাছ পড়েছে, কিন্তু তোলার পর যখন দেখি বিশাল একটা বাগাইড় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় পরিবার-পরিজনের মুখে হাসি ফুটেছে। এই একটা মাছেই অনেক দিনের কষ্ট সার্থক মনে হচ্ছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ, গুণগত মান এবং বিশুদ্ধতা বরাবরই আলাদা। এত বড় বাগাইড় এখন খুবই দুর্লভ। এমন মাছ শুধু বাজারে চমকই আনে না, একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের আরও সচেতন করে তোলে।
স্থানীয়রা জানান, বিরল এই মাছ দেখতে ভিড় জমে দৌলতদিয়া মাছ বাজারে। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিশাল এই বাগাইড় যেন গোয়ালন্দবাসীর মাঝে এক অনন্য আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয়।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে শনিবার (২৮ জুন) বিকেলে ধরা পড়ে ৫০ কেজির একটি বাগাইড় মাছ। জেলে ছিদ্দিক হালদার ও তার সঙ্গীরা দৌলতদিয়া প্রান্তে নদীতে মাছ ধরার জন্য জাল ফেলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ জালে প্রচণ্ড ধাক্কা অনুভব করেন তারা।
পরে জাল তুলতেই সবার চোখ কপালে, বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ! মাছটি দৌলতদিয়া বাজারে এনে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়। সেখানে প্রতি কেজি ১,৫৫০ টাকা দরে মাছটি ৭৭,৫০০ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা বলেন, পদ্মার বড় বাগাইড়ের কদর সবসময়ই বেশি। এসব মাছ ঢাকার অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও প্রবাসী ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। আমি মাছটি কেজি প্রতি ১০০ টাকা লাভে বিক্রির পরিকল্পনা করছি এবং ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।
জেলে ছিদ্দিক হালদার বলেন, অনেক বছর ধরে পদ্মায় মাছ ধরছি, কিন্তু এত বড় বাগাইড় জীবনে এই প্রথম ধরলাম। জাল টানতেই বুঝেছিলাম কিছু বড় মাছ পড়েছে, কিন্তু তোলার পর যখন দেখি বিশাল একটা বাগাইড় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। মাছটি ভালো দামে বিক্রি হওয়ায় পরিবার-পরিজনের মুখে হাসি ফুটেছে। এই একটা মাছেই অনেক দিনের কষ্ট সার্থক মনে হচ্ছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীর মাছের স্বাদ, গুণগত মান এবং বিশুদ্ধতা বরাবরই আলাদা। এত বড় বাগাইড় এখন খুবই দুর্লভ। এমন মাছ শুধু বাজারে চমকই আনে না, একই সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় আমাদের আরও সচেতন করে তোলে।
স্থানীয়রা জানান, বিরল এই মাছ দেখতে ভিড় জমে দৌলতদিয়া মাছ বাজারে। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। বিশাল এই বাগাইড় যেন গোয়ালন্দবাসীর মাঝে এক অনন্য আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে দেয়।
বুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৭ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
১৩ মিনিট আগেবিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই আসামি হলেন, সদর উপজেলার লস্করপুর ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি মাহবুবুর রহমান ওরফে রানা (৪০) ও একই কমিটির সদস্য মামুন আহমেদ (৩৮)।
২৪ মিনিট আগেমৌলভীবাজারে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের জানকিছড়া এলাকায় হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় এক কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে