আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দৌলতদিয়ার রেললাইন এলাকায় একজনকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

দৌলতদিয়ার রেললাইন এলাকায় একজনকে কুপিয়ে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেললাইন এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) রাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন নজরুল ব্যাপারী (৩২)। তিনি দৌলতদিয়া ইমামখাঁ পাড়া গ্রামের মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত দুর্বৃত্তরা নজরুলকে দৌলতদিয়ার রেললাইন এলাকায় ছৈয়জউদ্দিন ফকিরের কবর সংলগ্ন স্থানে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।

সোমবার (২৩ জুন) সকালে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের বড় ভাই ইমরান হোসেন বাবু এবং স্ত্রী পারুল বেগম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ব্যাপারীকে কে বা কারা তাকে হত্যা করলো বুঝে উঠতে পারছেন না। তারা নজরুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

নিহত নজরুল ব্যাপারীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এর কারণ উদঘাটনের কাজ চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন