টঙ্গীতে রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২০: ০৫

গাজীপুর টঙ্গীর হিমারদীঘি আমতলী বস্তি এলাকায় অভিযান চালিয়ে রাকিব হাসান (৪০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পূর্ব থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার রাতে তাকে আটক করে পুলিশ। রাকিব হাসান বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের আজাহার আলীর ছেলে। তিনি ঢাকার মহাখালী সাততলা সংক্রামকব্যাধি হাসপাতাল কোয়ার্টারে বসবাস করতেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে হিমারদীঘি আমতলী বস্তি মোড় এলাকায় এক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। সেখানে রাকিবকে ঘোরাঘুরি করতে দেখে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী রাকিবকে আটক করা হয়েছে। সে অস্ত্র বিক্রি করতে এখানে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত