আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, পালিয়েছে ৭

মাদারীপুর জেলা ও রাজৈর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯: ৫৪
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৫: ৫৬
গ্রেপ্তারকৃত ৪ ডাকাত

মাদারীপুরের রাজৈরে আন্তজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাকাতদের মাদারীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে অভিযান চালিয়ে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিনগর মোড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশের ওসি মাসুদ খান।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো রা‌জৈর উপজেলার আলমদস্তার ইলিয়াস ফকিরের দুই ছেলে বিল্লাল ফকির (৩০) ও হেলাল ফকির (২০), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আলী খানের ছেলে রাজু খান (২৫), রাজৈর পৌরসভার বৌল গ্রামের মৃত বাদল শেখের ছেলে রানা শেখ (২৩)। এদের মধ্যে বিল্লাল ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া বাকি তিনজনও একাধিক মামলার আসামি বলে জানায় পুলিশ।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কাশিনগর এলাকায় ডাকাতি করতে ভাঙ্গা ও মুকসুদপুরসহ বিভিন্ন এলাকা আসে ডাকাত দলের সদস্যরা। মাঝে মধ্যেই ওখানে ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার সুযোগে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে আমরা তথ্য পাই। এ সময় সিভিলে একটা মাইক্রোবাস নিয়ে অভিযান চালায় উপপরিদর্শক (এসআই) ফজর আলী, এনায়েত করিম, মোস্তফা ও সহকারী উপপরিদর্শক জাহিদসহ সঙ্গীয় ফোর্স। পরে চার ডাকাতকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়, আরও ৬-৭ জন পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে হাতুড়ি, রড, চাকু ও রশি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত