নারায়ণগঞ্জে আদালত প্রাঙ্গণে বাদীকে মারধর

বিএনপি নেতা সাখাওয়াতসহ ছয় আসামির জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০৩: ৫২

নারায়ণগঞ্জের ফতুল্লায় আদালত প্রাঙ্গণে স্বামী-সন্তানসহ মামলার বাদীকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানসহ ছয় আসামির জামিন মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে জেলা কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, মামলার শুনানির পর আদালত সাখাওয়াত হোসেনসহ ছয় আসামির জামিন মঞ্জুর করে।

বিজ্ঞাপন

জামিন পাওয়ার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, আমার ক্লিন ইমেজ নষ্ট করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এ মামলায় ফাঁসানো হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বলা হচ্ছে- আমি নাকি প্রশাসনকে ফোন করে মামলা নিতে নিষেধ করেছি। কিন্তু আমি কখনো কাউকে ফোন করিনি।

ফতুল্লায় গত রোববার চেক জালিয়াতির মামলার শুনানিতে যাওয়ার পথে আদালত প্রাঙ্গণে রাজিয়া সুলতানা ও তার স্বামী-সন্তানের ওপর হামলা করা হয়। এতে রাজিয়া সুলতানা, তার স্বামী মো. ইরফান মিয়া এবং দুই ছেলে জিদান (১৮) ও আব্দুল্লাহ (৫) আহত হয়। ওই হামলার জন্য সাখাওয়াত হোসেন এবং তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগী।

ওই ঘটনায় ভুক্তভোগী রাজিয়া সুলতানা ‘হত্যার উদ্দেশ্যে হামলা, মারধর, চুরি ও শ্লীলতাহানি’র অভিযোগে গত বুধবার ফতুল্লা থানায় মামলা করেন। এতে সাখাওয়াতসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো পাঁচজনকে আসামি করা হয়।

তবে আসামির তালিকায় সাখাওয়াতের নাম থাকায় পুলিশ প্রথমে মামলা নিতে চায়নি বলে অভিযোগ করেন মামলার বাদী রাজিয়া সুলতানা। পুলিশ মামলা গ্রহণ না করার প্রতিবাদে রাজিয়া তার স্বামী-সন্তানকে নিয়ে ফতুল্লা থানার সামনে অবস্থান নেন। এরপর বুধবার মামলা গ্রহণ করে পুলিশ।

মামলার আসামি সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী। তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত