ভাইরাল এএসআইয়ের অশ্লীল নৃত্য: তদন্ত কমিটি গঠন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ২১: ৫৯
পুলিশের অশ্লীল নৃত্য (সংগৃহীত)

মাদারীপুরে পুলিশের দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শকের(এএসআই) নারী নিয়ে অশ্লীল নৃত্যের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান। এক সপ্তাহের মধ্যে তদন্তপ্রতিবেদন পেলেই বিভাগীয় মামলা করা হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আজমীর হোসেনের দায়িত্বে এক সদস্যের তদন্তে কমিটি গঠিত হয়েছে। তিনি আগামী ২৩ জানুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ তদন্তপ্রতিবেদন দাখিল করবেন। সেই তদন্তপ্রতিবেদন পেলে বিভাগীয় মামলার বিষয়ও চূড়ান্ত হবে।

জানা যায়, মাদারীপুর জেলার রাজৈর থানায় দুই উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর চারটি ভিডিও গত ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেই ভিডিওতে দেখা যায়, তারা একটি টিনশেড ঘরে মদ্যপান অবস্থায় একাধিক নারীকে নিয়ে নাচানাচি করছেন। একই কক্ষে এক নারীকে জড়িয়ে ধরে কোলে নিয়ে চুমু খাচ্ছেন। এসময় সিগারেটের ধোয়া উঁচিয়ে গানের তালে তালে উল্লাস করছে। সে কক্ষের খাটে বসে তাদের সাথে নারীদের নৃত্য উপভোগ করছেন যুবলীগ নেতা রাহাত হোসেন মৌলভী। এমন কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পরে পুলিশ বিভাগ। পরে ওই দিনই অভিযুক্তদের পুলিশ লাইন্সে ক্লোজড করে সংযুক্ত করা হয়।

মাদারীপুর জেলা পুলিশ সুজার মো. সাইফুজ্জামান বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ করায় এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবেন। তার দেয়া রিপোর্টের ভিত্তিতে বিভাগীয় মামলা রুজু করা হবে। তবে অভিযুক্তদের তাৎক্ষণিক পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। তারা আপাতত কোন ধরনের কাজের সাথে যুক্ত নেই। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলও অবগত রয়েছে।’

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত