দিনে থানার ভোজসভায় নিষিদ্ধ যুবলীগ নেতা, রাতেই গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১০

শরীয়তপুরে দিনের বেলায় পদ্মা সেতু দক্ষিণ থানায় ওসি পারভেজ আহমেদ সেলিমের আমন্ত্রণে ভোজসভায় অংশ নেওয়া নিষিদ্ধ যুবলীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার মোক্তার ব্যাপারী নাওডোবা ইউনিয়ন যুবলীগ সভাপতি।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার দুপুরে থানার মাসিক ভোজসভায় অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ভোজসভায় ছিলেন মোক্তার ব্যাপারী। এরপর থেকে সমালোচনা শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওসি সচেতনভাবেই মোক্তার বেপারীকে আমন্ত্রণ জানান এবং প্রধান অতিথিদের সঙ্গে বসান। খবরটি ফাঁস হতেই এলাকায় সমালোচনা শুরু হয়। সমালোচনার জেরে শুক্রবার রাতেই ওসি সেলিম মোক্তার বেপারীকে গ্রেপ্তার দেখান। শনিবার ভোরে নাওডোবার কালু বেপারী কান্দির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ওসি সেলিমের বক্তব্য, ভোজে তিনি বাজার কমিটির সভাপতি হিসেবে এসেছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগ নেতা। সার্কেল স্যারের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশের এই পদক্ষেপ আসলে আইনের প্রয়োগ নয়, বরং সমালোচনার দায় এড়ানোর জন্য নাটক।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ওসি কোনো দায়িত্বে গাফিলতি করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত