কোরআনের শাসন না হওয়া পর্যন্ত বিশ্রামের সুযোগ নেই: মুজিবুর রহমান

স্টাফ রিপোর্টার, সাভার
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ২০: ১২

যতদিন পর্যন্ত কোরআনের শাসন চালু না হচ্ছে, ততদিন জামায়াতের বিশ্রামের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

শনিবার সাভারের পার্বতীনগর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিনা বিচারে জামায়াত নেতাকর্মীদের নিধন করেছে। তাদের বিচার এই বাংলার মাটিতে হবে বলে।

তিনি আরো বলেন, জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হলে সংগঠন মজবুতকরণের কোনো বিকল্প নেই। আর এর মাধ্যমে ইকামাতের দ্বীনের কাজকে শক্তিশালী করতে হবে।

ইসলামী আন্দোলনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য সমাজের সব স্তরে জামায়াতের দাওয়াত পৌঁছানোর আহ্বান জানান অধ্যাপক মুজিবুর রহমান। আর এই দাওয়াতের ক্ষেত্রে দলের সবার আচরণ, ব্যবহারে নম্রতা, ধৈর্য এবং প্রজ্ঞা অবলম্বন করতে হবে।

সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করার জন্য উপস্থিত সবাইকে সংগঠনকে শক্তিশালী করা, সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, বৈঠক, রিপোর্টিং নিশ্চিতকরণ, সময়মতো সব প্রোগ্রাম সম্পাদন এবং সাংগঠনিক ফাইলপত্র সার্বক্ষণিক আপডেট রাখার কথা জানান তিনি।

তিনি বলেন, রাজনৈতিক বা সাংগঠনিক দায়িত্বকে ইবাদতের অংশ হিসেবে গ্রহণ করতে হবে। নিজেদের আত্মশুদ্ধি, ইসলামি জ্ঞান অর্জন এবং জনতার মাঝে ইসলামি আন্দোলনের বার্তা পৌঁছাতে সর্বোচ্চ আন্তরিকতা ও শ্রম বিনিয়োগ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমির মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা সেক্রেটারি ও জামায়াত মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইনের সঞ্চালনায় দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত