জেলা প্রতিনিধি, নরসিংদী
নরসিংদীর পলাশে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও উপজেলা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফজলুল কবির জুয়েল, ইসমাইল হোসেন ও সোহেল নামে ছাত্রদলকর্মী ও দুই পুলিশসহ মোট ৫ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত একাংশের নেতা জুয়েল, অপরপক্ষের ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন ও সোহেলকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পলাশ থানার ওসিসহ দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন থানার ওসি মনির হোসেন।
জানা গেছে, রোববার বিকালে পলাশ বাজার এলাকা হতে শোডাউন নিয়ে বাসস্ট্যান্ড যাওয়ার পথে শোডাউনটি ওয়াপদা কবরস্থানের কাছে আসা মাত্রই ছাত্রদলের একটি গ্রুপ তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় শোডাউনের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এরপর মাগরিবের নামাজ আদায় করার জন্য পলাশ বিআইডির মোড় কেন্দ্রীয় জামে মসজিদে প্রবেশ করেন জুয়েল। এ সময় শোডাউনের লোকজনের ওপর আক্রমণ শুরু হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে জুয়েল মসজিদে থাকায় উপজেলা ছাত্রদলের লোকজন জড়ো হয়ে মসজিদের দরজা ঘিরে ফেলে। মসজিদ থেকে বের হওয়া মাত্রই জুয়েলের ওপর গুলি ও চাপাতি দিয়ে আঘাত করে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখে। শুধু তাই নয়, তাকে যেন হাসপাতালে না নেয়া হয় তার জন্য চারদিক দিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধারের চেষ্টা করলে ছাত্রদলের নেতারা পুলিশকে তাড়িয়ে দেয়। সবশেষে নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে উদ্ধার করে। প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন। এছাড়া তপু নামে এক সমর্থক নিখোঁজ বলে জানা যায়। কথাগুলো বলেন ফজলুল কবির জুয়েলের সমর্থক ও আরাফান রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান খান রনি।
অপরদিকে পলাশ উপজেলা ছাত্রদলের পক্ষে ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা জানান, ফজলুল কবির জুয়েল তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার লক্ষ্যে শোডাউনের নামে পলাশের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি করে। এতে ছাত্রদলের ইসমাইল ও সোহেল গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় ছাত্র-জনতা জুয়েলকে গল ধোলাই দেয়। এদিকে আহত ইসমাইল ও সোহেলকে ঢাকায় ভর্তি করা হয়। আমরা জুয়েলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এছাড়া এর প্রতিবাদে সোমবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশেরও ডাক দেয়া হয়েছে।
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার বিকেলে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। এছাড়া সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমি সহ ২/৩জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরে নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নরসিংদীর পলাশে জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও উপজেলা ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ফজলুল কবির জুয়েল, ইসমাইল হোসেন ও সোহেল নামে ছাত্রদলকর্মী ও দুই পুলিশসহ মোট ৫ জন আহত হয়েছেন।
রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার বিএডিসি বাসস্ট্যান্ড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত একাংশের নেতা জুয়েল, অপরপক্ষের ছাত্রদলকর্মী ইসমাইল হোসেন ও সোহেলকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পলাশ থানার ওসিসহ দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানিয়েছেন থানার ওসি মনির হোসেন।
জানা গেছে, রোববার বিকালে পলাশ বাজার এলাকা হতে শোডাউন নিয়ে বাসস্ট্যান্ড যাওয়ার পথে শোডাউনটি ওয়াপদা কবরস্থানের কাছে আসা মাত্রই ছাত্রদলের একটি গ্রুপ তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এ সময় শোডাউনের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। এরপর মাগরিবের নামাজ আদায় করার জন্য পলাশ বিআইডির মোড় কেন্দ্রীয় জামে মসজিদে প্রবেশ করেন জুয়েল। এ সময় শোডাউনের লোকজনের ওপর আক্রমণ শুরু হলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এদিকে জুয়েল মসজিদে থাকায় উপজেলা ছাত্রদলের লোকজন জড়ো হয়ে মসজিদের দরজা ঘিরে ফেলে। মসজিদ থেকে বের হওয়া মাত্রই জুয়েলের ওপর গুলি ও চাপাতি দিয়ে আঘাত করে মৃত ভেবে রাস্তায় ফেলে রাখে। শুধু তাই নয়, তাকে যেন হাসপাতালে না নেয়া হয় তার জন্য চারদিক দিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে জুয়েলকে উদ্ধারের চেষ্টা করলে ছাত্রদলের নেতারা পুলিশকে তাড়িয়ে দেয়। সবশেষে নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জুয়েলকে উদ্ধার করে। প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরণ করেন। এছাড়া তপু নামে এক সমর্থক নিখোঁজ বলে জানা যায়। কথাগুলো বলেন ফজলুল কবির জুয়েলের সমর্থক ও আরাফান রহমান কোকো ক্রীড়া পরিষদের জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এমরান খান রনি।
অপরদিকে পলাশ উপজেলা ছাত্রদলের পক্ষে ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি আলম মোল্লা জানান, ফজলুল কবির জুয়েল তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করার লক্ষ্যে শোডাউনের নামে পলাশের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও গুলি করে। এতে ছাত্রদলের ইসমাইল ও সোহেল গুলিবিদ্ধ হয়। এ অবস্থায় ছাত্র-জনতা জুয়েলকে গল ধোলাই দেয়। এদিকে আহত ইসমাইল ও সোহেলকে ঢাকায় ভর্তি করা হয়। আমরা জুয়েলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। এছাড়া এর প্রতিবাদে সোমবার বিকেলে এক প্রতিবাদ সমাবেশেরও ডাক দেয়া হয়েছে।
পলাশ থানার ওসি মনির হোসেন জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার বিকেলে নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। এছাড়া সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে আমি সহ ২/৩জন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরে নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুলিশ সুপার আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফেনীর ৪৯টি আশ্রয়কেন্দ্রে উঠেছে ৭ হাজার মানুষ। ২৪-এর স্মরণকালের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতেই জেলায় ফের বন্যা ও শহরে জলাবদ্ধতায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে কয়েকটি নাগরিক ও সামাজিক সংগঠন।
৪ মিনিট আগেজাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) সংসদীয় আসনের রাজনীতির মাঠ সরগরম হয়ে উঠেছে। আলেম-ওলামা, পীর-মাশায়েখদের স্মৃতিবিজড়িত ও সুরমা-কুশিয়ারা নদীবেষ্টিত সীমান্তবর্তী জকিগঞ্জ-কানাইঘাট উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন সিলেট-৫। সিলেটের সবকটি আসন থেকে এ আসনটি ব্যতিক্রম ও রক্ষণশীল।
১০ মিনিট আগেপাহাড়ি ঝিরিপথে ঘুরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে গিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের দুই শিক্ষার্থী আমিনুল ইসলাম (২০) ও ইব্রাহিম হৃদয়ের (২২) মৃত্যু হয়েছে।
২৫ মিনিট আগেআইন-বহির্ভূতভাবে পুশইনের ঘটনা অব্যাহত রেখেছে ভারতীয় বিএসএফ। বিজিবি ও বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক হলেও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা বেড়েই চলছে।
১ ঘণ্টা আগে