আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১২, হাসপাতালে ৭

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

শিবচরে পাগলা কুকুরের কামড়ে আহত ১২, হাসপাতালে ৭

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে আহত হয়েছেন ১২ জন। এ সময় আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজী কান্দি গ্রামে একটি পাগলা কুকুর সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকজন মানুষকে কামড়ায়। কুকুরের কামড়ে গুরুতর জখম কমপক্ষে ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকি ৫ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরে কুকুরের কামড়ের চিহ্ন রয়েছে। আহত সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন