আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, টঙ্গী ও গাজীপুর

গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ছবি: আমার দেশ।

গাজীপুরের বৃহত্তর টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য আইয়ুব আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে টিএন্ডটি বাজার এলাকায় টঙ্গী–সিলেট আঞ্চলিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের কারণে ওই আঞ্চলিক সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল স্থবির হয়ে পড়ে। মানববন্ধন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী নাজিম উদ্দিন খান, টঙ্গী থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলী, মিজানুর রহমান মিজান, কাউসার আহমেদসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী।

বক্তারা বলেন, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলীর ওপর আব্বাস আলী ও তার ছেলে রাকিব গং যেভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা এলাকায় চোর-ছিনতাইকারীদের সিন্ডিকেটকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে চুরি ও ছিনতাই করাচ্ছে। এসবের বিরুদ্ধে কথা বললেই আব্বাস আলী গং ক্ষিপ্ত হয়ে ওঠে।

বক্তারা আরো অভিযোগ করেন, এর আগে আব্বাস আলী গং টিএন্ডটি প্রাইমারি স্কুলের লোহালক্কড়সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের হেফাজত থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করে। সেই ঘটনার পর থেকেই আব্বাস আলী গং আইয়ুব আলী ও এলাকাবাসীর প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, সাবেক ছাত্রদল নেতা আইয়ুব আলীর বাসায় চুরির ঘটনায় গত বছরের ২৮ জুলাই চোরাই মালামাল বিক্রেতা আব্বাস আলীসহ চারজনের নামে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি তুলে নিতে ব্যর্থ হয়ে আব্বাস আলী গং বিভিন্ন সময় আইয়ুব আলীকে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, গত বুধবার (৭ জানুয়ারি) সকালে গাজীপুর জজকোর্টে হাজিরা শেষে বের হওয়ার সময় কোর্টের মূল ফটকে আব্বাস আলী গং আইয়ুব আলীর ওপর হামলা চালায়। এ ঘটনায় আইয়ুব আলী সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে গাজীপুর থেকে টঙ্গীর বাসায় ফেরার পথে বিকেল সাড়ে তিনটার দিকে ধীরাশ্রম এলাকায় ব্যারিকেড দিয়ে আব্বাস আলীর ছেলে রাকিবসহ ১০–১২ জন সশস্ত্র ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এ সময় গাড়ি ভাঙচুর করা হয় এবং পিস্তল তাক করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন