গজারিয়ায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০৬
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২৪

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গিয়াস উদ্দিন শিকদারের দাফন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল দশটায় জানাজা শেষে তাকে ভবেরচর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল ৯টায় নিজ বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা হাসান ফারুক।

জানাজায় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রনি মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম, ভবেরচর ইউনিয়ন যুবদলের সভাপতি লোকমান হোসেন শিকদার, বালুয়াকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জহরুল হক খান রিটু প্রমুখ।

উল্লেখ্য, ফুসফুসের সমস্যা নিয়ে ৩ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন গিয়াস উদ্দিন সিকদার। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সন্ধ্যায় মারা যান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত