আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে সুবিধাবঞ্চিত শীতার্ত ও দুস্থদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

গাজীপুরে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে দুস্থ ও শীতার্ত প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল ও সোয়েটার) বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার রাতে গাজীপুর আর্মি ক্যাম্প সূত্রে এ তথ্য জানা গেছে। গাজীপুর আর্মি ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে সেনাপ্রধানের দিকনির্দেশনায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

সেনাবাহিনীর-১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লুৎফর রহমান পিএসসি, জি ওই ইউনিয়নের সুবিধাবঞ্চিত ২০০ টি পরিবারের সদস্যদের হাতে শীতবস্ত্র কম্বল ও সোয়েটার তুলে দেন। এ সময় শীতবস্ত্র পেয়ে শীতার্ত ও দুস্থ জনসাধারণ উচ্ছ্বসিত হন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

গাজীপুর সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান বলেন, দেশের যে কোন দুর্যোগ ও সঙ্কটময় সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ পর্যায়ে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও দেশের সুবিধাবঞ্চিত জনসাধারনের জন্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন