ভাড়া নিয়ে কথা কাটাকাটি, প্রাণ গেল বাসযাত্রীর

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ২২: ০৬

তাকওয়া বাসের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির সময় চাকার নিচে চাপা পড়ে লিটন মিয়া (৩৫) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। নিহত লিটন মিয়া গাজীপুরের জয়দেবপুরের সিরির চালা এলাকার দুলাল মিয়ার ছেলে।

সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে গাজীপুরের শ্রীপুরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সিরির চালা গ্রামের দুলাল মিয়ার ছেলে লিটন মিয়া (৩৫) তাকওয়া বাসের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি করছিলেন। এ সময় হঠাৎ করে বাসটি চলতে শুরু করলে তিনি বাসের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মারা যান।

শ্রীপুর হাইওয়ে থানার সার্জন আরিফ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত