গোপন কসাইখানায় যৌথ অভিযানে ৫ মণ ঘোড়ার মাংস জব্দ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ২৮

গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ এলাকায় গোপন কসাইখানায় যৌথ অভিযানে জব্দ করা হয়েছে ৫ মণ ঘোড়ার মাংস। মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসন, প্রাণিসম্পদ অধিদপ্তর, র‍্যাব-১ ও পুলিশ এ অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিত টের পেয়ে এ চক্রের সদস্যরা পালিয়ে যান। অভিযানে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহম্মেদ।

তিনি জানান, জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যেই ঘোড়াগুলো এখানে আনা হয়েছিল। যেহেতু ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি তাই উদ্ধারকৃত ৩৭টি ঘোড়া এবং জব্দকৃত ৫ মণ ঘোড়ার মাংস স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছিল। বুধবার সকালে সেগুলোকে গাজীপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তার করা হয়। উদ্ধার হওয়া ঘোড়াগুলোর অধিকাংশ রুগ্ন এবং মানবদেহের জন্য ক্ষতিকর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত