আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি সাত্তার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১৪: ২৬

আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদসহ শীর্ষ মাদক বিক্রেতা সাত্তারকে (৫৫) গ্রেপ্তার করেছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বাড়ি ও আশপাশে তল্লাশি করে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, সাত্তার উপজেলার শীর্ষ ও তালিকাভুক্ত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে তার বাড়িতে চোলাই মদ ও নারীর ব্যবসা করে আসছিল।

গোপনে খবর পেয়ে যৌথ বাহিনী সাত্তারের বাড়িতে অভিযান চালায়। অভিযান শুরু হয় সকাল ১১টায়। চলে দুপুর ২টা পর্যন্ত। অভিযানের সময় তল্লাশি করে মাটির নিচ থাকা ৩টি ড্রাম ও ৪০ বোতলে রাখা ৪ মণ চোলাই মদ উদ্ধার করে।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সাত্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। সে একাধিকবার গ্রেপ্তার হয়েছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত