আমরা মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে চাই: রিতা

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৩: ৩১

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের বড় পয়লা গ্রামের বাশারিয়া দরবার শরিফের বাৎসরিক ওরসে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।

বিজ্ঞাপন

১৯ অক্টোবর রাত ৯টায় তিনি আধ্যাত্মিক সুফি সাধক মরহুম মাওলানা আবুল বাশারের বাশারিয়া দরবার শরিফে উপস্থিত হন।

এ সময় আফরোজা খানম রিতা তার বক্তব্যে বলেন, আমরা সামাজিক, মানবিক মূল্যবোধের বাংলাদেশ গড়তে চাই। আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারাগার থেকে মুক্ত হলেও তার দোসররা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে গোপনে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বাইরে থেকে দেশের জন্য চব্বিশ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। আমরাও তার নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। তার বার্তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। মানিকগঞ্জবাসী ভালো থাকলে সারা দেশ ভালো থাকবে। তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জজকোর্টের পিপি অ্যাডভোকেট আ ফ ম নুরতাজ আলম বাহার, যুগ্ম আহ্বায়ক জজকোর্টের জিপি অ্যাডভোকেট আবদুল আউয়াল খান, যুগ্ম আহ্বায়ক মো. আজাদ হোসেন খান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম (লদি), উপজেলা বিএনপির সভাপতি আবদুল কুদ্দুস খান মজলিস মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজাসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত