পদ্মাসেতুতে বরযাত্রীর মাইক্রোর সঙ্গে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০৪: ৩৯

পদ্মাসেতুতে বরযাত্রীর মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১টার দিকে সেতুর ২নম্বর পিলারের কাছে মুন্সীগঞ্জের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহতরা হলেন- খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী, মোহাম্মদ হাবিব শেখ ও আরিফুল শেখ, গোপালগঞ্জের মিল্টন।

পদ্মাসেতুর সাইট কর্মকর্তা নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, সেতুর ২নম্বর পিলারের কাছে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষ ঘটে। ওই বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। সংঘর্ষে ট্রাকের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে বাসের চালকের আসনের অংশটি দুমড়ে-মুচড়ে যায়। এতে দুর্ঘটনায় স্থলেই মৃত্যু হয় ১ জনের। অপরজন ঢাকা হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা বরযাত্রী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত