উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানকালে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তাদের বাবার নাম মতলেব ফকির।
রোববার (২৫ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ দল। অভিযানে তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর এলাকায় একটি মাদক চক্র ঈদ উপলক্ষে একটি বড় মাদকের চালান প্রস্তুত করছে। পরে যৌথ বাহিনী নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ভাইকে ২০ কেজি গাঁজাসহ আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’
তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৬ মে) দুপুরে আদালতে পাঠানো হবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের ছড়াছড়ি দীর্ঘদিনের। তবে এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা আশার আলো দেখছেন। এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে যৌথ বাহিনীর অভিযানকালে ২০ কেজি গাঁজাসহ দুই সহোদর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ইমরুল ফকির ও সুজাত ফকির। তাদের বাবার নাম মতলেব ফকির।
রোববার (২৫ মে) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে বোয়ালমারী সেনা ক্যাম্প ও থানা পুলিশের একটি যৌথ দল। অভিযানে তাদের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি দুর্গাপুর এলাকায় একটি মাদক চক্র ঈদ উপলক্ষে একটি বড় মাদকের চালান প্রস্তুত করছে। পরে যৌথ বাহিনী নিয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুই ভাইকে ২০ কেজি গাঁজাসহ আটক করি। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।’
তিনি আরও জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার (২৬ মে) দুপুরে আদালতে পাঠানো হবে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয়রা জানান, এলাকায় মাদকের ছড়াছড়ি দীর্ঘদিনের। তবে এবার প্রশাসনের কঠোর পদক্ষেপে তারা আশার আলো দেখছেন। এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
২৩ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৩০ মিনিট আগে