সাজিদ শহীদ হওয়ার বছর ঘুরতেই বাবার ইন্তেকাল

উপজেলা প্রতিনিধি, ধনবাড়ী (টাঙ্গাইল)
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৪: ৪৮
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫: ০১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ইকরামুল হক সাজিদের বাবা বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার মো: জিয়াউল হক (৬২) আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ছেলে শহিদ হওয়ার শোক কাটতে না কাটতেই তিনিও চলে গেলেন না ফেরার দেশে। মরণব্যাধি ক্যানসার আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শনিবার (২৪ আগস্ট) সকাল ৬টায় ইন্তেকাল করেন তিনি। এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

রোববার সকাল ১১টায় সিএমএইচে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার লাশ টাঙ্গাইলে ধনবাড়ীতে নিয়ে যাওয়া হয়। ধনবাড়ী উপজেলার সাবেক বীরতারা (বর্তমান বানিয়াজান) ইউনিয়নের বিবিজি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বিলকুকরী গ্রামে তার ছেলে শহীদ ইকরামুল হক সাজিদের কবরের পাশেই তার লাশ দাফন করা হবে।

তার মৃত্যুতে ধনবাড়ী উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক ঐক্য পার্টি-এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সব দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত