আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি

শামীম ওসমানের ঘনিষ্ঠ সন্ত্রাসী হাজী রিপন পুত্রসহ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

শামীম ওসমানের ঘনিষ্ঠ সন্ত্রাসী হাজী রিপন পুত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে শামীম ওসমানের অন্যতম ক্যাডার বজলুর রহমান রিপন ওরফে হাজী রিপন। এসময় তার পুত্র ইমতিয়াজ আহম্মেদ রাফি (২৯) কেও গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুর ২টায় জামতলা এলাকার ধোপাপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান। হাজী রিপনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী হত্যা মামলা’সহ মাদকের একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হাজী রিপন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলার পলাতক আসামি। সে শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অস্ত্রধারী ক্যাডার হিসেবে পরিচিত। তার বাড়ি ফতুল্লা থানার নিউ চাষাড়া এলাকায়। অপর গ্রেপ্তারকৃত আসামি তার ছেলে রাফির বিরুদ্ধেও রয়েছে মাদকের একাধিক মামলা।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে তারা আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল । গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. আব্দুল মান্নান জানান, আসামিদেরকে আজকে দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সমস্ত কাগজপত্র তৈয়ার করে আগামীকাল সকালে আাদালতে প্রেরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন