আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম রনি’র মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার, টঙ্গী

গাজীপুর-২ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল করিম  রনি’র মনোনয়নপত্র দাখিল
ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসনের (টঙ্গী-গাজীপুর সদর ও পূবাইলের একাংশ) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার বিকেল চারটার দিকে গাজীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেনের হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।

বিজ্ঞাপন

মনোনয়নপত্র জমাদান শেষে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ‘বাংলাদেশ তথা গাজীপুর-২ আসনের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছেন। আমার বিশ্বাস আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবো, ইনশাআল্লাহ।’

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, প্রবীন আইনজীবী সুলতান উদ্দিন, গাজীপুরের পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজী সালাহউদ্দিন, ফারহাজ বিন প্রবাল, আবু বকর সিদ্দিকসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন