পদ্মার ২৬ কেজির পাঙাশ অর্ধলাখ টাকায় বিক্রি

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৪: ৩৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। শনিবার দুপুরে স্থানীয় জেলে উচমান হালদারের জালে মাছটি ধরা পড়ে।

বিজ্ঞাপন

পরে উচমান হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। সম্রাট শাহজাহান প্রতি কেজি ১,৮০০ টাকা দরে মোট ৪৬ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন। পরে মাছটি তার নিজস্ব ৫ নম্বর ফেরিঘাটের আড়তে আনা হলে উৎসুক জনতা ও অন্যান্য ব্যবসায়ীরা ভিড় করেন মাছটি এক নজর দেখার জন্য।

মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, এতোবড় পাঙাশ পাওয়া এখন বিরল। মাছটি একদম টাটকা ছিল। তাই আমি ভালো দামেই কিনেছি। পরে সিলেটের এক ব্যবসায়ীর সঙ্গে অনলাইনে যোগাযোগ করে প্রতি কেজি ১,৯০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় বিক্রি করেছি। এতে আমার ২ হাজার ৬০০ টাকা লাভ হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত