গণভোজ থেকে আ.লীগের তিন নেতা আটক

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৮: ৫৪
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১৮: ৫৯

মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজ থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের তিন নেতাকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাহাদাত হোসেন মিঠু, সদস্য মিন্টু খান এবং বাদল শিকদার।

বিজ্ঞাপন

শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকার মিঠুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এই দিবস উপলক্ষে দোয়া ও গণভোজের আয়োজন করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে গণভোজ খাওয়া অবস্থায় ওই তিনজনকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে পুলিশ আরও জানায়, নিষিদ্ধ হয়েও দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে তারা এই আয়োজন করেছিল। দেশে শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, “নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম যেখানে নিষিদ্ধ, সেখানে তারা কার্যক্রম পরিচালনা করছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।”

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত