কটিয়াদীতে বিএনপির প্রতিবাদে বাণিজ্য মেলা বন্ধ

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২১: ০৩
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ২২: ৩২

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে বিএনপির প্রতিবাদের প্রেক্ষিতে বন্ধ হয়েছে কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত বাণিজ্যমেলা।

শনিবার কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজলের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, শফিকুর রহমান বাদল ও মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ মোশারফ হোসেন মাসুদ, সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারী ও জাহাঙ্গীর আলম রতন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শরীফ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব প্রিন্স আব্দুল আজিজ, কৃষক দলের সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফারদিন খাঁন রাব্বি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা পরীক্ষা চলাকালীন কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত বাণিজ্যমেলা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইদুল ইসলামের নিকট এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে মেলা বন্ধের বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেন। তৎক্ষণাৎ কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম সরেজমিনে কলেজ মাঠে গিয়ে বাণিজ্য মেলা বন্ধের আদেশ দেন।

এ সময় তিনি মেলা পরিচালনা কমিটির উদ্দেশে বলেন, শুধু কিশোরগঞ্জ জেলা প্রশাসক অনুমতি দিলেই মেলা চালানো সম্ভব। অনুমতি ছাড়া মেলা চালানো সম্ভব না।

এলাকাবাসীর অভিযোগ, কটিয়াদী সরকারি কলেজ মাঠে বাণিজ্যমেলার নামে সার্কাস, হাউজী জুয়া ও লটারির আয়োজন করা হয়। এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলা প্রশাসন ও কটিয়াদী বাজার বণিক সমিতির এমন কাণ্ডজ্ঞানহীন উদ্যোগে উদ্বিগ্ন অভিভাবক মহল ও পরীক্ষার্থীরা।

অভিভাবক সোহেল মিয়া বলেন, ‘আমার ছেলে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমার বাসার পাশেই বাণিজ্য মেলা, ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে।

এমএস

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত