
মো. আকরাম হোসেন, মানিকগঞ্জ

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মানবিক সিদ্ধান্তে সুস্থ হয়ে বাড়ি ফিরল গরিব গৃহবধূ সোনালী ।
জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরিদ্র স্বর্ণকার পরিবার সোনালী–প্রকাশ দম্পতি হঠাৎ বড় এক সংকটে পড়ে যান। দ্বিতীয়বার সন্তান জন্মদানের জন্য সিজার অপারেশনের উদ্দেশে ১৫ দিন আগে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সোনালী।
জটিল শারীরিক সমস্যার কারণে দীর্ঘ ১৫ দিন হাসপাতালে থাকতে হয় তাকে। এ সময়ে হাসপাতালের বিল ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার টাকারও বেশি। দিন এনে দিন খাওয়া স্বর্ণালঙ্কারের কারিগর প্রকাশ কর্মকারের পক্ষে এত টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। অক্ষমতার কষ্টে তিনি একপর্যায়ে হাসপাতালেই ফেলে রেখে স্ত্রীর খোঁজখবর নেওয়াও বন্ধ করে দেন।
এমন অসহায় পরিস্থিতির খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান আরিফ সরেজমিন প্রকাশ কর্মকারের অবস্থার সত্যতা পান। এরপর তিনি বিষয়টি অবহিত করেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আফরোজা খানম রিতা মানবিক সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন সোনালীর সম্পূর্ণ বিল মওকুফ করে দেওয়ার জন্য। তার নির্দেশে কর্তৃপক্ষ শুধু ওষুধের বিল রেখে হাসপাতালের বাকি সব খরচ মওকুফ করে দেয়।
গত রোববার বিকালে রিলিজ পান সোনালী। দুর্ভাগ্যবশত দীর্ঘদিন শারীরিক জটিলতার
কারণে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। তবে বিশাল অঙ্কের হাসপাতালের বিলের বোঝা থেকে মুক্ত হয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা নিয়ে হাসিমুখেই বাড়ি ফেরেন সোনালী ও প্রকাশ কর্মকার।
মানবিক এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সোনালী। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম কখনোই এই টাকা দিতে পারব না। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পাব কি না, সেই আশাও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রিতা আপা আমাদের মায়ের মতো বাঁচিয়ে দিলেন। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রতি কৃতজ্ঞ থাকব’।
হাসপাতালের বিল মওকুফের কথা শুনে স্বস্তি প্রকাশ করেন সোনালীর শ্বশুর স্বপন কর্মকার। তিনি বলেন, ‘আমার পরিস্থিতি খুবই খারাপ। আমাদের পক্ষে এত টাকা বিল পরিশোধ করা সম্ভব ছিল না। রিতা আপা শুনে হাসপাতালের বিল মাফ করে দিছে। আমি গরিব মানুষ, এতে আমি খুবই সন্তুষ্ট। উপরওয়ালা যেন রিতা আপারে অনেক বড় বানায়।’
এ ব্যাপারে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. (অব.) ডা. জুলফিকার আহমেদ আমীন বলেন, ‘আমাদের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ম্যাডামের নির্দেশমতো বিভিন্ন সময় আমরা অসহায় দরিদ্র রোগীদের ছাড় দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের হাসপাতালে গাইনি ওয়ার্ডে খুবই দরিদ্র পরিবারের সোনালী নামে একজন ভর্তি ছিলেন। তার বিল ছিল প্রায় ৫৭ হাজার টাকা। আমরা জানতে পারি যে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই শুধু ওষুধ বাবদ ১৫ হাজার টাকা ব্যতীত তার সব টাকা আমরা মওকুফ করে আজকে তাকে ছেড়ে দিচ্ছি। এর আগেও আমাদের হাসপাতালে একজনের তিনটি বাচ্চা হয়েছিল, তার বেলায়ও লক্ষাধিক টাকার বিল মওকুফ করে দেওয়া হয়েছিল।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বিল মওকুফের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও অসংখ্যবার এই হাসপাতালের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এমন মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে জানা যায়।

মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার মানবিক সিদ্ধান্তে সুস্থ হয়ে বাড়ি ফিরল গরিব গৃহবধূ সোনালী ।
জানা গেছে, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দরিদ্র স্বর্ণকার পরিবার সোনালী–প্রকাশ দম্পতি হঠাৎ বড় এক সংকটে পড়ে যান। দ্বিতীয়বার সন্তান জন্মদানের জন্য সিজার অপারেশনের উদ্দেশে ১৫ দিন আগে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন সোনালী।
জটিল শারীরিক সমস্যার কারণে দীর্ঘ ১৫ দিন হাসপাতালে থাকতে হয় তাকে। এ সময়ে হাসপাতালের বিল ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৫৭ হাজার টাকারও বেশি। দিন এনে দিন খাওয়া স্বর্ণালঙ্কারের কারিগর প্রকাশ কর্মকারের পক্ষে এত টাকা পরিশোধ করা সম্ভব হয়নি। অক্ষমতার কষ্টে তিনি একপর্যায়ে হাসপাতালেই ফেলে রেখে স্ত্রীর খোঁজখবর নেওয়াও বন্ধ করে দেন।
এমন অসহায় পরিস্থিতির খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে সাটুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান আরিফ সরেজমিন প্রকাশ কর্মকারের অবস্থার সত্যতা পান। এরপর তিনি বিষয়টি অবহিত করেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতাকে।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আফরোজা খানম রিতা মানবিক সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশ দেন সোনালীর সম্পূর্ণ বিল মওকুফ করে দেওয়ার জন্য। তার নির্দেশে কর্তৃপক্ষ শুধু ওষুধের বিল রেখে হাসপাতালের বাকি সব খরচ মওকুফ করে দেয়।
গত রোববার বিকালে রিলিজ পান সোনালী। দুর্ভাগ্যবশত দীর্ঘদিন শারীরিক জটিলতার
কারণে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। তবে বিশাল অঙ্কের হাসপাতালের বিলের বোঝা থেকে মুক্ত হয়ে স্বস্তি ও কৃতজ্ঞতা নিয়ে হাসিমুখেই বাড়ি ফেরেন সোনালী ও প্রকাশ কর্মকার।
মানবিক এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন সোনালী। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম কখনোই এই টাকা দিতে পারব না। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পাব কি না, সেই আশাও ছেড়ে দিয়েছিলাম। কিন্তু রিতা আপা আমাদের মায়ের মতো বাঁচিয়ে দিলেন। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত তার প্রতি কৃতজ্ঞ থাকব’।
হাসপাতালের বিল মওকুফের কথা শুনে স্বস্তি প্রকাশ করেন সোনালীর শ্বশুর স্বপন কর্মকার। তিনি বলেন, ‘আমার পরিস্থিতি খুবই খারাপ। আমাদের পক্ষে এত টাকা বিল পরিশোধ করা সম্ভব ছিল না। রিতা আপা শুনে হাসপাতালের বিল মাফ করে দিছে। আমি গরিব মানুষ, এতে আমি খুবই সন্তুষ্ট। উপরওয়ালা যেন রিতা আপারে অনেক বড় বানায়।’
এ ব্যাপারে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. (অব.) ডা. জুলফিকার আহমেদ আমীন বলেন, ‘আমাদের চেয়ারম্যান আফরোজা খানম রিতা ম্যাডামের নির্দেশমতো বিভিন্ন সময় আমরা অসহায় দরিদ্র রোগীদের ছাড় দিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের হাসপাতালে গাইনি ওয়ার্ডে খুবই দরিদ্র পরিবারের সোনালী নামে একজন ভর্তি ছিলেন। তার বিল ছিল প্রায় ৫৭ হাজার টাকা। আমরা জানতে পারি যে, তার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। তাই শুধু ওষুধ বাবদ ১৫ হাজার টাকা ব্যতীত তার সব টাকা আমরা মওকুফ করে আজকে তাকে ছেড়ে দিচ্ছি। এর আগেও আমাদের হাসপাতালে একজনের তিনটি বাচ্চা হয়েছিল, তার বেলায়ও লক্ষাধিক টাকার বিল মওকুফ করে দেওয়া হয়েছিল।
মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের বিল মওকুফের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও অসংখ্যবার এই হাসপাতালের চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এমন মহানুভবতার পরিচয় দিয়েছেন বলে জানা যায়।

মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগে
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে