পরিত্যক্ত ঘর থেকে ৪০ ককটেল উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নড়িয়া (শরীয়তপুর)
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৬: ৪০

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মাদবর বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে পাঁচ বালতি আনুমানিক ৩৫-৪০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িটি চানমিয়া মাদবরের ছেলে ওমান প্রবাসী মিলন মাদবরের।

গত বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ড. আশিক মাহমুদ, জেলা ডিবি ওসি আবুবকর, নড়িয়া থানা ওসি আসলাম উদ্দিন মোল্লা, জেলা ডিবি ও নড়িয়া থানার এসআই, এএসআইসহ বিপুল সংখ্যক ফোর্স অভিযান চালিয়ে বোমাগুলো উদ্ধার করেন।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, গোপন সংবাদে জানতে পারি, পরিত্যক্ত একটি বাড়িতে বিপুল পরিমাণ হাতবোমা মজুত রাখা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে পাঁচ বালতি ভর্তি আনুমানিক ৪০-৪৫টি হাতবোমা উদ্ধার করি। ঢাকার বোম্ব ডিসপোজাল ইউনিট এসে এগুলো নিষ্ক্রিয় করবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত