আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড

ঢাবি সংবাদদাতা

যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এতে টোলও আদায় হয়েছে রেকর্ড পরিমাণ।

বিজ্ঞাপন

এ সময়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন সেতু দিয়ে পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১০ দিনের ছুটি হওয়ায় যানবাহনের সংখ্যা বেড়েছে। এতে টোল আদায়ে নতুন রেকর্ড হয়েছে।’

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩টি যানবাহন সেতু পার হয়েছে। এতে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা টোল আদায় হয়েছে।

অপরদিকে ২৪ ঘণ্টায় ঢাকাগামী ২১ হাজার ২৮০টি যানবাহন সেতু পার হয়েছে। এতে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা টোল আদায় হয়েছে।

প্রসঙ্গত, এর আগে কখনো একদিনে এত টাকা টোল আদায় হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন