সাংবাদিককে আসামি করার হুমকি দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০: ৪৩
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ১১: ০০

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলায় জড়ানোর হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে অনলাইন নিউজ পোর্টাল বার্তাবাজার ডটকমের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমানকে ফোন করে এ হুমকি দেন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।

বিজ্ঞাপন

সাংবাদিক আশিকুর রহমান জানান, রাতের বেলায় তার মুঠোফোনে কল দিয়ে মতিউর রহমান বলেন, “নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন। দেখবো আপনাকে কে বাঁচায়।”

তিনি আরও জানান, ফোনালাপে ওই বিএনপি নেতা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘চোখের সামনে পড়লে দেখে নেয়া হবে’ বলে হুমকি দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ বাংলাবাজার এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ছিলেন বিএনপি নেতা মতিউর রহমান। সম্প্রতি তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান ২১ আগস্ট মতিউর রহমানকে ব্যাখ্যা দিতে বলেন এবং পরে স্থানীয়দের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়ার প্রমাণ পান। তদন্তে ৩৫৫ কেজি চাল ঘাটতি ধরা পড়ায় ৩১ আগস্ট তাকে জরিমানা করা হয়।

ইউএনওর পাঠানো তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর গত ২৪ সেপ্টেম্বর মতিউর রহমানের ডিলারশিপ বাতিল করে।

ডিলারশিপ বাতিলের পর মতিউর রহমান ৬ অক্টোবর বিভাগীয় কমিশনারের কাছে ইউএনওর বিরুদ্ধে ঘুষ দাবি ও ঘুষ গ্রহণের অভিযোগ করেন। এরপর বার্তাবাজার ডটকমে “চাল বিতরণে অনিয়ম, বিএনপি নেতার রোষানলে ইউএনও” শিরোনামে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আশিকুর রহমান। ওই সংবাদ প্রকাশের পরপরই হুমকি দেয়া হয় তাকে।

সাংবাদিক আশিকুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ধরে শরীয়তপুরে সাংবাদিকতা করছি। অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করায় অনেক সময় অসন্তুষ্টি তৈরি হয়। কিন্তু এবার সরাসরি হুমকি পেয়ে আমি নিরাপত্তাহীনতায় আছি। বিষয়টি থানায় জিডি করেছি। প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, সাংবাদিক আশিকুর রহমান জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিএনপি নেতা মতিউর রহমান সাগরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান আমার দেশকে বলেন, মতিউর রহমানের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছেন। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে পাঠানোর পর খাদ্য অধিদপ্তর তার ডিলারশিপ বাতিল করেছে। এ নিয়ে তিনি তার (ইউএনও) ওপর ক্ষুব্ধ হয়েছেন। লোকমুখে শুনেছেন, তিনি তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি অভিযোগ করেছেন।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত