আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইতি বেগমের জীবনের ইতি ঘটলো বস্তাবন্দি লাশ হয়ে

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

ইতি বেগমের জীবনের ইতি ঘটলো বস্তাবন্দি লাশ হয়ে

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রাম থেকে ইতি বেগম (২১) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইতি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানায় স্বজনরা।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে লতিফপুর গ্রামের লায়েক শেখের ছেলে রাসেল শেখের সাথে জামালপুর জেলার সরিষাবাড়ী থানার দৌলতপুর গ্রামের ইদ্রিস আলীর মেয়ে ইতি বেগমের বিয়ে হয়। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর রাসেলের পরিবার গাঢাকা দিয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানিয়েছেন, গৃহবধূর বাড়ির পাশে একটি পুকুর থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। অধিকতর তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে। লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন