অটোভ্যান চার্জ দিতে গিয়ে কিশোরের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, (সালথা) ফরিদপুর
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ১৪
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৭: ১৭

ফরিদপুরের সালথা উপজেলায় অটোভ্যান চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল মাতুব্বর (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর ফুলবাড়িয়া কাজীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসিবুল ওই এলাকার রিপন মাতুব্বরের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হাসিবুলের বাবা ঢাকায় কাজ করেন। সংসারের অভাব ঘোচাতে সম্প্রতি কিস্তি তুলে ছেলেকে একটি অটোভ্যান কিনে দেন। বুধবার সকালে ভ্যান চালিয়ে ফিরে এসে দুপুরে চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হাসিবুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অটোভ্যান চার্জ দিতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত