গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজের অভাবে প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে পোশাক শ্রমিকসহ সাধারণ এলাকাবাসী হতাহতের শিকার হচ্ছেন। তাই ওই এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন তারা।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোড় এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

