আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর
ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদ, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর ফুটওভার ব্রিজের অভাবে প্রায় দুর্ঘটনা ঘটছে। এতে পোশাক শ্রমিকসহ সাধারণ এলাকাবাসী হতাহতের শিকার হচ্ছেন। তাই ওই এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণ, নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন করছেন তারা।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এলাকাবাসী নাওজোড় এলাকায় একটি ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন করে। পরে তারা নিজেরাই মহাসড়ক থেকে সরে যায়। এ সময় মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। 

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন