উপজেলা প্রতিনিধি, দোহার-নবাবগঞ্জ (ঢাকা)
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এবার স্বতস্ফূর্ত ভোট দিতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই।
বুধবার দুপুরে দোহারের কালেমা চত্বরে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। দেশে আর বাকশালি কায়দায় কোনো নির্বাচন হবে না। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহার-নবাবগঞ্জ ও আশপাশের উপজেলার বিএনপির নেতাকর্মীরা মিছিল করে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে সমাবেশে যোগ দেন।
সভায় রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশি-বিদেশি ষড়যন্ত্র ততই বাড়ছে। এ বিষয়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করতে হবে। ভারতে প্রেসক্রিপশন নিয়ে যারা ক্ষমতা দখল করতে চায়, জনগণ তাদের আওয়ামী লীগের মতো শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। বিএনপির কানো প্রভু দেশের তাবেদারির রাজনীতি করে না। শহীদ জিয়ার আদর্শের দল কখনো জনগণের সঙ্গে বেইমানি করে না।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির মাধ্যমে আমরা প্রমাণ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনার বাবা বাকশাল কায়েম করেছে। সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারণেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আবুল কালাম, আবু শফিক খন্দকার মাসুদ, মাসুদ পারভেজ প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জয়পাড়া থানার মোড় হতে করম আলীর মোড়ে শেষ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। এবার স্বতস্ফূর্ত ভোট দিতে চাই। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই।
বুধবার দুপুরে দোহারের কালেমা চত্বরে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। দেশে আর বাকশালি কায়দায় কোনো নির্বাচন হবে না। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোহার-নবাবগঞ্জ ও আশপাশের উপজেলার বিএনপির নেতাকর্মীরা মিছিল করে ঢাকঢোল ও বাদ্যযন্ত্র নিয়ে সমাবেশে যোগ দেন।
সভায় রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশি-বিদেশি ষড়যন্ত্র ততই বাড়ছে। এ বিষয়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করতে হবে। ভারতে প্রেসক্রিপশন নিয়ে যারা ক্ষমতা দখল করতে চায়, জনগণ তাদের আওয়ামী লীগের মতো শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করবে। বিএনপির কানো প্রভু দেশের তাবেদারির রাজনীতি করে না। শহীদ জিয়ার আদর্শের দল কখনো জনগণের সঙ্গে বেইমানি করে না।
প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির মাধ্যমে আমরা প্রমাণ করব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন। কারণ আওয়ামী লীগ ও শেখ হাসিনার পরিবার বারবার গণতন্ত্রকে হত্যা করেছে। হাসিনার বাবা বাকশাল কায়েম করেছে। সেখান থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ কারণেই তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান সালাহউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য মো. তমিজ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি জুয়েল মোল্লা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা খন্দকার আবুল কালাম, আবু শফিক খন্দকার মাসুদ, মাসুদ পারভেজ প্রমুখ।
আলোচনা সভা শেষে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জয়পাড়া থানার মোড় হতে করম আলীর মোড়ে শেষ হয়।
আজ, বুধবার, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনায় ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ কার্যক্রম সম্প্রসারণ ক্যাম্পেইন’ উপলক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য রোডশো, সেমিনার এবং স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১ few সেকেন্ড আগেচট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ পাহারা ভেঙে পালানো ছিনতাইকারী ইমাম হোসেন আকাশকে (২৯) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় চীনা নাগরিককে ছুরিকাঘাতকারী পিচ্চি আকাশ নামের আরেক যুবককেও আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
৫ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
৬ মিনিট আগেকক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭ মিনিট আগে