নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১৭: ০৭

নরসিংদীর পলাশে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোরে ঢাকা মহানগরের দক্ষিণখান থানা এলাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করে পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই পাল্টাপাল্টি মামলা করেন। এরমধ্যে এক পক্ষের মামলার প্রধান আসামি ছিলেন ফজলুল কবির জুয়েল। আর মামলাটি করে সিয়াম নামে এক ব্যক্তি। এই মামরায় অজ্ঞাত আরও ৮/৯জন রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে পলাশ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে একটি দল ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেট হাসপাতাল থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। তাকে জেলা গোয়েন্দা শাখায় হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত