টাঙ্গাইলে ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে মিনি শিশুপার্কের যাত্রা শুরু

মহব্বত হোসেন, টাঙ্গাইল
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৮: ২৬

প্রান্তিক এলাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের আনন্দ আর বিনোদনের মাধ্যমে লেখাপড়া নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা প্রশাসন। জেলার ১২টি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্যে ১৬০টি বিদ্যালয় প্রাঙ্গণে প্লে গ্রাউন্ড অর্থাৎ মিনি শিশুপার্ক স্থাপনের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার করটিয়া ইউনিয়নে খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই মিনিপার্কের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য এই আনন্দ বিনোদনের উদ্যোগ নেন।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে একটি করে দোলনা, স্লিপার, ব্যালেন্সার, বাসকেট বল, প্রজাপতি ফটো ফ্রেম, রোপ ল্যাডার ও বাংলদেশের মানচিত্রসংবলিত ম্যুরাল নির্মাণ করা হয়েছে।

স্কুল প্রাঙ্গণে স্থাপিত রাইডগুলোতে শিশুদের আনন্দ-উচ্ছাস দেখে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় লোকজন ও অভিভাবকরা অভিভূত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।

প্রান্তিক শিশুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগের বিষয়ে জেলা প্রশাসক শরীফা হক বলেন, একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। আর তাই পৃথিবীর যা কিছু সুন্দর, সত্য এবং শুদ্ধতার মধ্যদিয়ে শিশুদের বড় করে তোলা আমাদের দায়িত্ব। শিশুদের সর্বোচ্চ বিকাশ ঘটে তখনই যখন তারা আনন্দের সঙ্গে বেড়ে ওঠার সুযোগ পায়।

মূলত শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক সর্বোচ্চ বিকাশ নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরেপড়া রোধ করতেই প্রান্তিক জনগোষ্ঠীর ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে এই প্লে গ্রাউন্ড বা মিনি শিশুপার্ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত