আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

শ্রীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

বকেয়া বেতন, অ্যাগ্রিমেন্ট অনুযায়ী ভাতা বৃদ্ধি, কারখানায় কর্মরত ভারতীয় কর্মকর্তাদের অপসারণসহ ১০ দফা দাবিতে একটি সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

রোববার সকাল সাড়ে ছয়টা থেকে গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার এলাকায় আর এ কে সিরামিক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ধইনা বাজারের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল আটটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

বিক্ষোভকারী শ্রমিকরা পরে জায়গা পরিবর্তন করে অন্যত্র আবার অবরোধ সৃষ্টি করে।

শ্রীপুর থানার ওসি আব্দুল বারিক জানান, শ্রমিকদের প্রথমে বুঝিয়ে সরানোর চেষ্টা করা হয়েছে। তারা কথা না শুনে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের সরানোর চেষ্টা করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...