মানিকগঞ্জ-২ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. জাহিদুর রহমানের নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার জামশা ইউনিয়নের বাসস্ট্যান্ডে জামশা ইউনিয়ন জামায়াতের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন জামায়াতের সভাপতি ফজলুল হক মোল্লার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী মো. জাহিদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুর রহমান নিজ দলীয় প্রতীক দাড়িপাল্লায় ভোট আহবান করে বলেন দেশে মাদক যুব সমাজকে ধংস করছে,আমি নির্বাচিত হলে আপনাদের সাথে নিয়ে মাদক মুক্ত সিংগাইর গড়ে তুলব এবং এদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব।
সভায় উপজেলা ও ইউনিয়নের জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

