আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আড়াইহাজারে অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
আড়াইহাজারে অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এতে ৫০ হাজার টাকা জরিমানা আদায়সহ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বিকালে আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ এবং পরিদর্শক টিটু বড়ুয়া।

অভিযানে উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের শিলমান্দী এলাকায় মাসুদুর রহমানের মেসার্স এএমবি ব্রিকস নামের এক ইটভাটাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। অভিযোগ রয়েছে, প্রশাসনের আদেশ অমান্য করে দীর্ঘ দিন ধরে এই ইটভাটার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এডি/এইচআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন