বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেলো জিসানের

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ১১

শরীয়তপুরের জাজিরার এক কিশোরের প্রাণ চলে গেলো মোটরসাইকেল দুর্ঘটনায়। বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়েছিল সে। কিন্তু জীবিত আর ফেরা হলো না বাড়িতে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মোল্লাবাড়ি ব্রিজের পাশে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত কিশোরের নাম জিসান মাদবর (১৬)। সে বিলাসপুর ইউনিয়নের মেহের আলী মাদবরকান্দি গ্রামের রাজ্জাক মাদবরের ছেলে। আহত হয়েছে তার বন্ধু শিমুল সিকদার (১৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে জাজিরার বিলাসপুর বাজার থেকে মোটরসাইকেলে করে শফি কাজির মোড় যাচ্ছিল জিসান। সঙ্গে ছিল বন্ধু শিমুল। কিন্তু মোল্লাবাড়ি ব্রিজের কাছে পৌঁছতেই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। মুহূর্তেই ছিটকে পড়ে যায় দুজন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে গুরুতর আহত শিমুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জিসানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অল্প বয়সেই প্রাণ হারানো এই কিশোরের চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না কেউ। প্রতিবেশীরা বলছেন— ছেলেটা প্রাণবন্ত ছিল, বন্ধুদের সঙ্গে হাসিখুশি মিশে থাকতো। কে জানতো রাতের সেই বের হওয়াই হবে তার জীবনের শেষ যাত্রা।

জাজিরা থানার ওসি (তদন্ত) আব্দুস সালাম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এক কিশোর মারা গেছে, আরেকজন গুরুতর আহত হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত