জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর আলোচনায় শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে শরীয়তপুরবাসী। এ প্রস্তাবের প্রতিবাদে রোববার (৫ অক্টোবর) বিকাল ৫টায় শহরের পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল গণসমাবেশ।
স্থানীয় সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এক কণ্ঠে দাবি তোলেন— “শরীয়তপুর ফরিদপুরে নয়, ঢাকাতেই থাকবে।”
গণসমাবেশে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, উদ্বেগ এবং দৃঢ় প্রতিজ্ঞার সুর।
বক্তারা বলেন, শরীয়তপুরের ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা-চিকিৎসা সবই ঢাকাকেন্দ্রিক। পদ্মা সেতু উদ্বোধনের পর এই যোগাযোগ আরও দৃঢ় হয়েছে। এখন এই জেলাকে জোর করে ফরিদপুর বা অন্য কোনো দক্ষিণাঞ্চলীয় বিভাগের সঙ্গে যুক্ত করা জনগণের ইচ্ছার পরিপন্থি।
সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন। তিনি বলেন, আমাদের জেলার প্রতিটি পরিবার ঢাকার সঙ্গে সম্পর্কিত। প্রতিদিন হাজারো মানুষ পড়াশোনা, চাকরি, চিকিৎসা বা ব্যবসার জন্য ঢাকায় যায়। ফরিদপুর বিভাগের সঙ্গে আমাদের কোনো বাস্তবিক বা ঐতিহাসিক সংযোগ নেই। প্রশাসনিক সিদ্ধান্তের নামে জনগণকে বঞ্চিত করা হলে আমরা রাজপথে নামবো।
জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি শরীয়তপুরের জনগণের দাবি উপেক্ষা করা হয়, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। প্রয়োজনে পদ্মা সেতু অবরোধ করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। এটা হবে জনগণের আন্দোলন, তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন।
বিকালের শেষ আলোয় শরীয়তপুর পৌরসভা মাঠে জনতার ঢল নেমেছিল। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা— “ফরিদপুর নয়, আমরা ঢাকার মানুষ।”
নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবাই যেন একটাই স্লোগানে একতাবদ্ধ— “শরীয়তপুরকে আলাদা করলেই আন্দোলন হবে।”
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর আলোচনায় শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে শরীয়তপুরবাসী। এ প্রস্তাবের প্রতিবাদে রোববার (৫ অক্টোবর) বিকাল ৫টায় শহরের পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় এক বিশাল গণসমাবেশ।
স্থানীয় সংগঠন ‘জাগো শরীয়তপুর’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এক কণ্ঠে দাবি তোলেন— “শরীয়তপুর ফরিদপুরে নয়, ঢাকাতেই থাকবে।”
গণসমাবেশে জেলা বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ-অধিকার পরিষদ, এনসিপি, খেলাফত মজলিস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তাদের কণ্ঠে ছিল ক্ষোভ, উদ্বেগ এবং দৃঢ় প্রতিজ্ঞার সুর।
বক্তারা বলেন, শরীয়তপুরের ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা-চিকিৎসা সবই ঢাকাকেন্দ্রিক। পদ্মা সেতু উদ্বোধনের পর এই যোগাযোগ আরও দৃঢ় হয়েছে। এখন এই জেলাকে জোর করে ফরিদপুর বা অন্য কোনো দক্ষিণাঞ্চলীয় বিভাগের সঙ্গে যুক্ত করা জনগণের ইচ্ছার পরিপন্থি।
সমাবেশে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম জাকির হোসেন। তিনি বলেন, আমাদের জেলার প্রতিটি পরিবার ঢাকার সঙ্গে সম্পর্কিত। প্রতিদিন হাজারো মানুষ পড়াশোনা, চাকরি, চিকিৎসা বা ব্যবসার জন্য ঢাকায় যায়। ফরিদপুর বিভাগের সঙ্গে আমাদের কোনো বাস্তবিক বা ঐতিহাসিক সংযোগ নেই। প্রশাসনিক সিদ্ধান্তের নামে জনগণকে বঞ্চিত করা হলে আমরা রাজপথে নামবো।
জাগো শরীয়তপুরের আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি শরীয়তপুরের জনগণের দাবি উপেক্ষা করা হয়, তবে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না। প্রয়োজনে পদ্মা সেতু অবরোধ করে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দেয়া হবে। এটা হবে জনগণের আন্দোলন, তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন।
বিকালের শেষ আলোয় শরীয়তপুর পৌরসভা মাঠে জনতার ঢল নেমেছিল। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা— “ফরিদপুর নয়, আমরা ঢাকার মানুষ।”
নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবাই যেন একটাই স্লোগানে একতাবদ্ধ— “শরীয়তপুরকে আলাদা করলেই আন্দোলন হবে।”
ইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
১০ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. জসিম উদ্দিনের মেয়ে লামিয়া ধর্ষণ মামলার দুই আসামির ১৩ ও একজনের ১০ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগেফায়ার সার্ভিসের দাবি, অপরিকল্পিত নগরায়ণ, পানির পর্যাপ্ত উৎসের অভাব এবং সমন্বয়হীনতার কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে তাদের। বিশেষ করে বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও জাহাজভাঙা শিল্পাঞ্চলে আগুন নেভাতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ, এসব স্থানে আগুন লাগার খবর অনেক সময় দেরিতে পৌঁছ
৪ ঘণ্টা আগেফরিদপুরের আলফাডাঙ্গায় আমির হামজা (১৩) নামের এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ ঘণ্টা আগে