শ্যামনগরে সবজি ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ১৫: ০৪

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি সবজি ক্ষেত থেকে ইকবাল হোসেন ( ৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় সবজি ব্যবসায়ী আকরাম হোসেনের ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

নিহত ইকবাল হোসেন একই গ্রামের মৃত ইয়াকুব গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশে আঘাতের চিহ্ন ছিল। নিহতের বাম পায়ের রগ কাটা ছিল। এলাকাবাসী ধারণা করছেন, শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্বজনরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদ পেয়ে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত করছে বলে জানা গেছে।

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত