আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রীপুরের সাচিলাপুর গ্রামে অগ্নিকাণ্ড, নিঃস্ব তিন পরিবার

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (মাগুরা)
শ্রীপুরের সাচিলাপুর গ্রামে অগ্নিকাণ্ড, নিঃস্ব তিন পরিবার

মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজার সংলগ্ন মণ্ডল পাড়ায় শনিবার বিকালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই গ্রামের দরিদ্র বিপুল বিশ্বাস, পিকুল বিশ্বাস ও ইদ্রিস আলী বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় পাশাপাশি থাকা তিনটি ঘরসহ সব আসবাব, একটি গোয়াল ঘর, তিনটি গরু, মুরগি, হাঁস, কবুতর, খরগোশ আগুনে পুড়ে যায়।

খবর পেয়ে শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে উপজেলা ফায়ার সার্ভিসের টিম প্রধান জাহাঙ্গীর আলম জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন