ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে তিন যুবক আটক

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৯: ৫২

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

বিজ্ঞাপন

পরে রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ৫৮ বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবি অধীন কুসুমপুর বিওপি দিয়ে অবৈধভাবে সীমান্ত পারের চেষ্টার অপরাধে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন মেদিনীপুর জেলার শিবচর থানার সোরাপুর গ্রামের বাসিন্দা শাহ আলম হালদার (৪২), পিরোজপুর জেলার নেছারাবাদ থানার পূর্বা জালাবাড়ী গ্রামের বাসিন্দা সুব্রত মিস্ত্রি (৪২) ও চট্টগ্রাম জেলার সন্দীপ থানার হরিশপুর গ্রামের ইমন দাস (১৮)।

আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত