মোংলা থেকে অস্ত্রসহ বিএনপি কর্মী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০০: ৫২

বাগেরহাটের মোংলা থেকে অস্ত্রসহ কামাল হাওলাদার (৪৫) নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার বিকেলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

ডিবি পুলিশের দাবি, উদ্ধার হওয়া পিস্তলটি বাংলাদেশের পুলিশের ব্যবহৃত এবং থানা লুটের সময় খোয়া যাওয়া।

গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজি গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে। রাজনৈতিক পরিচয়ে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী। সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে জনগণের ভোটে হেরে যান তিনি।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে।

মোংলা থানার তদন্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ায় ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত