বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫৪ বছরে বারবার শাসক পরিবর্তন হয়েছে। দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, বিরোধী মতাদর্শকে দমন ও লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। ক্ষমতাসীনদের ভাগ্য খুলেছে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।
মঙ্গলবার নিজ নির্বাচনি আসন খুলনা-৫ এ জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছে। সেই রূপরেখা অনুযায়ী জনগণই হবে রাষ্ট্রের মালিক। আর জামায়াত মনোনীত প্রার্থীরা হবেন জনগণের সেবক।
এ সময় রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সকালে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন এবং বিকেলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে প্রচারণায় অংশ নেন গোলাম পরওয়ার।
এ সময় তার সঙ্গে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, আবু ইউসুফ মোল্লা, মাওলানা মোক্তার হোসেন এবং আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

