বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫৪ বছরে বারবার শাসক পরিবর্তন হয়েছে। দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, বিরোধী মতাদর্শকে দমন ও লুটপাটতন্ত্র কায়েম হয়েছে। ক্ষমতাসীনদের ভাগ্য খুলেছে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি।
মঙ্গলবার নিজ নির্বাচনি আসন খুলনা-৫ এ জনসংযোগকালে তিনি এসব কথা বলেন।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত ইসলামী কল্যাণ রাষ্ট্রের রূপরেখা ঘোষণা করেছে। সেই রূপরেখা অনুযায়ী জনগণই হবে রাষ্ট্রের মালিক। আর জামায়াত মনোনীত প্রার্থীরা হবেন জনগণের সেবক।
এ সময় রাষ্ট্রের মালিকানা বুঝে নিতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সকালে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন এবং বিকেলে ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে প্রচারণায় অংশ নেন গোলাম পরওয়ার।
এ সময় তার সঙ্গে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, আবু ইউসুফ মোল্লা, মাওলানা মোক্তার হোসেন এবং আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

